নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় ১৫ বছরের এক গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছেন।
ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষিতা নতুন আইলপাড়া আবু মূসা মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
বুধবার ১৮ (নভেম্বর) দুপুর ২.৩০ টার দিকে রুমি গার্মেন্টসে যাওয়ার সময় মুখে টেপ লাগিয়ে মোখলেস হাজীর বাড়ির ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে জোর পূর্বক ধর্ষণ করে সোহেল।
ঘরে তালা দিয়ে বাহিরে পাহাড়া দেয় সহযোগী নুর ইসলাম।
ধর্ষণের শিকার মেয়েটি রাস্তায় এসে এলাকার কয়েকজন যুবক কে বিষয়টি জানালে তারা সহযোগী নুর ইসলামকে আটক করে তবে ধর্ষক সোহেল পালিয়ে যায়।
বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ফারুকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে এসআই রকিক হোসেনকে ঘটনাস্থলে পাঠায় এবং সে আসলে এলাকাবাসী নুর ইসলামকে তার হাতে সোর্পদ করেন । পরে ব্যাপক তল্লাসী চালিয়ে রাতেই ধর্ষক সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নুর ইসলাম( ৩০) আইলপাড়া মোখলেস হাজীর বাড়ির ভাড়াটিয়া।
মূল ধর্ষক সোহেল (৩২) সে নতুন আইলপাড়া আব্দুল রশিদের ভাগিনা। তার বাবার নাম আব্দুল মজিদ ।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার মধ্যরাতে মামলা দায়েরের পর সকালে ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । ডাক্তারী পরীক্ষা শেষে ধর্ষনের শিকার কিশোরীর বড় বোনের দায়ের করা মামলায় ২২ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে একই সাথে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ ওসি কামরুল ফারুক ।









Discussion about this post