নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।
১ জানুয়ারী শুক্রবার দিনগত রাত ২টায় শিমরাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টায় অভিযুক্ত মুয়াজ্জিন মোঃ রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভুগীর বাবা। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর এলাকার মোঃ সোহরাব মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে কর্মরত থাকার সুবাধে পরিচয় হয় তাদের। পরিচিতির সুবাধে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত।
এসবে রাজি না হওয়ায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার শুকুরশী বাজার সংলগ্ন ভূঁইয়া বাড়ি মোড়ের সামনে থেকে মাদ্রাসার দিকের যাওয়ার কথা বলে রিক্সায় উঠে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় এম.এম টাওয়ারের পশ্চিম পাশে পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে রবিন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে পাঠানো হয়েছে এবং ভুক্তভুগীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।









Discussion about this post