নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে অন্তত ৩ জন আহত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত ওই ব্যাংকের শাখায় আগুন লাগে। তবে ব্যাংকের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আতঙ্কিত হয়ে ছুটাছুটির সময় নারীগ্রাহকসহ অন্ত ৩ জন আহত হয়েছে।
ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, হঠাৎ করেই ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় আগুন লাগায় আতঙ্কিত গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তারা ছোটাছুটি শুরু করেন। এরপর শাখায় সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যায়।
ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, বেলা ১১টায় তার কক্ষে বিদ্যুতের শটসার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গ্রাহকরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করেন।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, বিদ্যুতর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্য নেয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।









Discussion about this post