নারায়ণগঞ্জ সদর ইপজেলার সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় আলফাজ উদ্দীন তালুকদার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৫ জুন) বেলা পৌনে ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক আমির হোসেনকে (৩৬) আটক করা হয়েছে।
নিহত আলফাজ উদ্দীন তালুকদার চাঁদপুর জেলার উত্তর বালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যান হঠাৎ মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল আরোহী নিহত হন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। আইনানুগ কার্যক্রম প্রকিয়াধীন।









Discussion about this post