নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিআরটিএ’র অভিযান থেকে বাঁচতে উল্টো পথে চালক রিক্সা নিয়ে পালাতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত ও আরেক পথচারী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায়।
নিহত পথচারীর নাম ইয়াসির ইমতেফার সোলায়মান (৩৫) ও আহত পথচারী আশরাফুল (৩২)। নিহত ইয়াসির ঢাকার ডেমরার আমুলিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। এবং আহত আশরাফুল ইসলাম (৩০) শেরপুর জেলার নালিতাপাড়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বিআরটিএ’র হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারের নেতৃত্বে মহাসড়কে চলাচলরত সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যানের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ও মাদানীনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছিল বিআরটিএ।
অভিযানে থাকা লোকজন কিছু দূর থেকে রিকশাটিকে থামার সংকেত দিলে তখন দুইজন যাত্রীসহ রিকশা চালক দ্রুত গতিতে পিছনে ফিরে যেতে চাইলে বিপরিত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সোলেমান। আর গুরুতর আহত হয় আশরাফুল।
আশরাফুলকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পরই বিআরটিএ‘র অভিযান বন্ধ করে চলে যায় বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) শরীফ আহমেদ বলেন, উল্টোপথে রিক্সা চালানোর সময় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আহত আশরাফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পিক-আপ ভ্যান ও রিকশাচালক চালক পালিয়ে গেছে।









Discussion about this post