স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামীলীগের টিকেট পেয়ে নৌকা প্রতীক নিয়ে গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু ও শামীম ওসমান জয়ী হয়েছেন । অপরদিকে মহাজোটের টিকেটে লাঙ্গল প্রতীক নিয়ে লিয়াকত হোসেন খোকা ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান জয়লাভ করেন ।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মহাজোটের সকললেই সংসদ সদস্য হিসেবে জয়লাভ করার পর এখন সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা সংসদে যাচ্ছেন বিরোধী দলের নেতা হিসেবে । এমন কথাই বলেছেন জাতীয় পার্টির সংসদীয় দলের সভাপতি হবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভাপতি হবেন হুসেইন মুহম্মদ এরশাদ এবং উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্য থাকবেন না বলেও জানিয়েছেন তিনি।
সংসদে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন।
আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।









Discussion about this post