বিগত সময়ে নানা অপরাধের কারণে গ্রেফতার হলেও এবার হেফাজতের তান্ডবের মামলায় আটক হয়েছে দুর্ধর্ষ অপরাধী সানী (৩০) । সোনারগাঁয়ে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদকসহ অন্তত দশ মামলার আসামি হছে হেফাজতের তান্ডবকারী এই সানি।
সোমবার (১০ মে) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সানি ওই এলাকার রোস্তম আলীর ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদক, ছিনতাইসহ অন্তত দশটি মামলার আসামি সানি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও হয়েছিল। সম্প্রতি হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে সোনারগাঁ চৌরাস্তা এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনার সাথেও সে জড়িত।
দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গত রাতে তাকে গ্রেফতার করেছে।
ওসি বলেন, সানি এলাকায় শীর্ষ সন্ত্রাসী বলেও পরিচিত ছিল। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post