সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার নগদ ৩১ হাজার ৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
শনিবার ০৩ জুলাই বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আমীর হোসেন (৩৭), মোঃ মুকুল হোসেন (৩৮), মোঃ শাহীন হোসেন (৪০), শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯), মোঃ জাহিদুল হক ওরফে জাইদুল (৩৮)।
রোববার ৪ জুলাই বিকেলে র্যাব-১১ এর এএসপি মো: সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।
গ্রেফতারকৃতরা আরো জানায়, তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post