নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নিহত হৃদয় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিববুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। র্যাবের দাবি, তিনি থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা ও পলাতক আসামি।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেংরাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় তিনজনকে আটক করা হয়েছে এবং দুইজন র্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দসহ, একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা উদ্ধার করা হয়েছে।
আটক তিনজন হলেন- প্রাইভেটকারের ড্রাইভার (নাম জানা যায়নি), জহিরুল ইসলাম ডলার ও সেলিম।
র্যাব-১১ এর এএসপি মশিউর রহমানের ভাষ্যমতে, সোনারগাঁয়ের মির্জাকান্দি এলাকায় একদল দুষ্কৃতকারী সংঘবদ্ধ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে র্যাব-১১’র একটি দল সেখানে যায়। এ সময় মহাসড়কের পাশে থাকা ঝোপঝাড় থেকে অতর্কিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। র্যাবও পাল্টা হামলা চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি মাদক বিক্রেতা হৃদয়ের বলে জানা যায়।
পুলিশ জানায়, মাদক বিক্রেতা গিট্টু হৃদয় সোনারগাঁ থানার মাদক বিক্রেতার তালিকায় ১ নম্বর আসামি। তাকে ধরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।









Discussion about this post