নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলের বেল্ট দুর্ঘটনায় টিপু সুলতান নামে শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার ১৫ ফেব্রুয়ারী রাতে মেঘনা শিল্প নগরীর বসুন্ধরা পেপার মিলের বেল্টে পেচিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আনোয়ার আলী ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মিল কর্তৃপক্ষ বা পরিবারের লোকজন কিছু জানায়নি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।









Discussion about this post