নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
১২ নভেম্বর শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ইউসুফ-উর রহমান ৪ চেয়ারম্যান প্রার্থীদের নিকট তার স্বাক্ষরিত নির্বাচিত চিঠি হস্তান্তর করেন।
এর আগে গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ প্রার্থীদের কোন প্রতিদ্বন্ধি না থাকায় তারা চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে সোনারগাঁওয়ে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদে লায়ন মাহবুবুর রহমান বাবুল, কাঁচপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোশারফ ওমর।
সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর রহমান জানান, সোনারগাঁওয়ে চার ইউনিয়নের কোন প্রতিদ্বন্ধি না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগের মনোনীত ৪ চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ চারজনকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিতদের গতকাল শুক্রবার দুপুরে নির্বাচিত চিঠি দেওয়া হয়েছে। ৮ ইউনিয়নে ২৭ জন বৈধ প্রার্থীর মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে মো. আল আমিন সোনালী ব্যাংকের ঋণ খেলাপী থাকায় তার মনোনয়ন বাতিল হয়ে যায় ফলে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সনমান্দি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. ইউসুফ মিয়ার মনোনয়ন পত্রে অসংগতি থাকায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাচ্চু মিয়া আওয়ামীলীগের প্রার্থী জাহিদ হাসান জিন্নাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। ফলে জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
বারদী ইউনিয়ন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী দাইয়ান সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাহারুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়ন মাহবুবুর রহমান বাবুল।
কাঁচপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মাহবুব খাঁন, মান্নান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শাহ আলম ও জাকের পার্টি প্রার্থী মো. ইলিয়াস প্রধান দুলু তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন মোশারফ ওমর।









Discussion about this post