সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেছেন, ‘নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে উনি প্রমাণ করতে চান যে, আইভী এখানে জনপ্রিয় না, আইভীকে মার্কাটা দিয়েন না, যাতে আইভী নির্বাচন করতে না পারে। সকল কিছুর মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে এখন আইভী। দয়া করে আইভীকে মাথা থেকে বাদ দেন। দেখবেন শান্তিতে ঘুমাতে পারবেন। অনেক কাজও ঠিকমতো করতে পারবেন। আমরা জনগণের কাতারে গিয়ে কাজ করি। সুতরাং আমাদেরও কাজ করতে দিন।’
শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২ নম্বর বাবুরাইল এলাকায় স্টার ক্লাউডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি স্বাধীতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান সকলকে।
সিটি মেয়র বলেন, ‘জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন। কিন্তু এখন মুক্তিযোদ্ধারা যেন একটু নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকেই আবার নানা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ শহরে অনেক কথা বলতে চান না।’
তিনি বলেন, ‘বর্তমানে রাজাকারের অবির্ভাব বেশি দেখতে পাচ্ছি। বিভিন্ন সরকারি ও মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে রাজাকার ও রাজাকারের ছেলেদের প্রতিষ্ঠা করার জন্য একটি গ্রুপ সবসময় তৎপর। আমরা এসব চাই না। আমরা চাই সঠিক ইতিহাস বেড়িয়ে আসুক। কিন্তু প্রভাবশালীদের কারণে সাধারণ মানুষে এসব কথা বলতে পারে না। আমরা ক’জন এই কথা বলে আসছি। কিন্তু মানুষ এই কথার সাথে একমত আছেন।’
মেয়র আইভী বলেন, ‘জঘন্য কাজগুলি আপনারা করছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের অবহেলা করেন, মুক্তিযোদ্ধাদের নাম বিকৃত করেন। মুক্তিযোদ্ধা সংসদকে নিজেদের বানিয়ে ফেলেছেন। নাম-ঠিকানা ভুল পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেন। অথচ রাজাকারের ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই কাজ যদি আমি করতাম তাহলে এই নারায়ণগঞ্জে হতো কিযে হতো তা একমাত্র আল্লাহই জানেন। শত, হাজার ভালো কাজ করার পরও আমার বিরুদ্ধে প্রতিদিন মিটিং-মিছিল হচ্ছে। এই নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান একত্রে মিলেমিশে বসবাস করে আসছি। একে অন্যের ভাই-বোন হয়ে একসাথে বিভিন্ন উৎসব উদযাপন করে আসছি। কিন্তু এক আইভীকে কেন্দ্র করে হিন্দুদের উসকানি দেওয়া হচ্ছে, হেফাজতকে উসকানি দিয়ে মাঠে নামানো হচ্ছে।’
স্টার ক্লাউড সংগঠনের সভাপতি টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল৷









Discussion about this post