নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শহর যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৭ মার্চ) সকালে শহরের চাষাঢ়া থেকে বের হওয়া মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।
পরে মিছিল ও সমাবেশে যোগ দেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল।
তারা আওয়ামী লীগ অফিসেই আগামীতে অবস্থান নিয়ে যে কোন ধরনের অরাজকতা প্রতিহত করবে বলেও ঘোষণা দেন।
সেই সঙ্গে জেলা হেফাজতের নেতা আবদুল আউয়ালকে নারায়ণগঞ্জ থেকে বিতারিত করার হুশিয়ারী দেন দেওভোগ যুবলীগের একজন নেতা।
সমাবেশে বাদল বলেন, ‘এই নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। নারায়ণগঞ্জের রাজপথ স্বাধীনতা যুদ্ধের রাজপথ। এখানে কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা প্রতিশোধ নিতে চাই না।









Discussion about this post