সােনারগাঁয়ে রিসাের্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করার ঘটনার পর হেফাজতের সহিংসতা ও অগ্নিসংযােগের ঘটনায় করা মামলায় ফারুক আহমেদ ওরফে তপন নামের এক কাউন্সিলরের বিরুদ্ধে রিমান্ড মিঞ্জুর করেছে আদালত ।
রােববার (১৮ এপ্রিল) দুপুরে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুন নাহার ইয়াসমিন বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ প্রদান করেন । এ সময় রাস্ট্রপক্ষে কোর্ট উপ পরিদর্শক কামাল হোসেন আর আসামী পক্ষে আইনজীবী হিসেবে আদালতে যুক্তি উত্থাপন করেন সাদ্দাম হোসেন ।
রিমান্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মােঃ আসাদুজ্জামান। এর আগে শনিবার রাতে পৌরসভার পৌর ভবনাথপুরে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ফারুক আহমেদ ওরফে তপন সােনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এর আগে সােনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেছিলেন, হেফাজতের সহিংসতার মামলায় আসামি সােনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদকে শনিবার রাতে পৌর ভবনাথপুরে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতিয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর বৃহস্পতিবার রাতে একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে।
৩ এপ্রিল সােনারগাঁয়ের রিসাের্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। এ ঘটনায় তার সমর্থকেরা রয়েল রিসাের্টে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে পাঁচটি মামলা করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।









Discussion about this post