নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় গুদামে মজুদকৃত ১২শ’ বস্তা চালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া।
বিনা কারণে বিপুল পরিমাণ চাল মজুদের বৈধতা প্রমাণ ও কাজগপত্র দাখিলের জন্য উপজেলা প্রশাসন থেকে একদিনের সময় বেঁধে দেয়া হলেও কেউ মজুদকৃত চালের মালিকানা দাবী করতে আসে নাই ।
এমন খবর পেয়ে চাঁদপুর থানা পুলিশের একটি টিম বন্দর থানার মদনপুরে উপস্থিত হয়ে ১২০০ বস্তা চাউল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন।
এ রিপোর্ট লেখাকালীন সময় শুক্রবার ১ মে বিজাল সাড়ে ৫টায় চাঁদপুর থানআ পুলিশের তদন্ত ইন্সপেক্টর ও দারোগা চাউল জব্দ করেছেন বলে নিশিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ।
রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, জব্দকৃত ১২০০ বস্তা চাউল চাদপুরের লুন্ঠন করা চাউলের একাংশ। এ ঘটনায় চাদপুর জেলায় যেহেতু মামলা হয়েছে সেহেতু নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আর মামলা করার সুযোগ নাই ।
উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার বন্দর থানা পুলিশ নিয়ে মদনপুর কেওডালা হায়দার নিট কম্পোজিটের একটি গুদামে অভিযান চালিয়ে ১২শ’ বস্তা চাল জব্দ করেন। একই সাথে গুদামটিও সিলগালা করে দেন ইউএনও ।
এই বিশাল পরিমাণ চোরাই চাউলের মালিকানা দাবীকারী স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া মজুদকৃত চাল ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে না পেরে পালিয়ে যায় । যাকে ওখনো খুজে বেড়াচ্ছে পুলিশ।









Discussion about this post