করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ।
বৃহস্পতিবার ১২ আগস্ট জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ২৪ ঘন্টায় ৭ শ’ ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনা সংক্রমনের অস্তিত্ব পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে ১২ আগষ্ট পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৪২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩ হাজার ৫৬৬ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ৫৫ বছর বয়সী নারী ও একজন ৬০ বছর বয়সী পুরুষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার, একজন ৭৫ বছর বয়সী পুরুষ বন্দরের বাসিন্দা ও একজন ৬২ বছর বয়সী নারী সদর উপজেলা এলাকার বাসিন্দা। তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের কোভিড হাসপাতালে (৩০০ শয্যাবিশিষ্ট) মারা গেছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ২৮৭ জন।









Discussion about this post