বরিশাল যাওয়ার পথে চারটি নৌযানসহ প্রায় ১১০০ যাত্রীকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। পরে তাদের ফেরত পাঠানো হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টায় শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের ৫নং ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌ-পুলিশ জানায়, করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও ঈদে ঘরমুখো মানুষকে থামানো সম্ভব হচ্ছে না। তারা অতিরিক্ত ভাড়ায় বাল্কহেডসহ বিভিন্ন নৌযানে করে বাড়িতে যাচ্ছেন, এমন অভিযোগে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নারায়নগঞ্জ নিউজ আপডেট কে জানান, ডেমরা, সারুলিয়া ও রূপগঞ্জ হতে যাত্রী নিয়ে নৌযানগুলো বরিশাল ও হিজলার উদ্দেশ্যে রওনা দেয়।
মঙ্গলবার রাত ১২টায় শীতলক্ষ্যা নদী থেকে বাল্কহেডসহ চারটি নৌযান জব্দ করা হয়। আর চালকদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শীতলক্ষ্যা নদীতে আটক মালবাহী এই্ নৌযানগুলো ফেরৎ পাঠানো হয়েছে সারুলিয়া ডেমরা এলাকায় ।









Discussion about this post