নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে আনন্দ পরিবহনের একটি বাসে কৌশলে রুমাল শুকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্ধলাখ টাকা লুটে নিয়ে পালানোর সময় ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মহুরীপট্টি এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের ছেলে লিটন (৩২), ফতুল্লার নন্দলালপুর এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত ইসহাক মিজির ছেলে ইমাম হোসেন (৩১), শরিয়তপুর জেলার জাজিরা থানার গফুর মোল্লাকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাসির উদ্দিন (৪২), বরিশাল জেলার উজিরপুর থানার জুগির কান্দি গ্রামের মৃত ছমের উদ্দিনের ছেলে সিদ্দিক (৬০) ও ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়ার এলাকার শাওন গাজীর বাড়ির ভাড়াটিয়া আবুল হাসেমের ছেলে রেজওয়ান (৩০)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আনন্দ পরিবহনের বাসে কৌশলে নাকে রুমাল শুকিয়ে অচেতন করে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই সদস্যরা। এ সময় আব্দুর রহিম চিৎকার করলে উপস্থিত লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। এরপর পুলিশ আব্দুর রহিমকে হাসপাতালে প্রেরণ করে অজ্ঞান পার্টির সদস্যদের আটক করে তাদের কাছ থেকে লুটে নেয়া টাকা উদ্ধার করে।









Discussion about this post