নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
কোন ধরনের অনুমতি ছাড়া বঙ্গবন্ধু সড়কে মঞ্চ নির্মান করে ধর্মীয় অনুষ্টানের নামে বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সমর্থক আহলে সুন্নত ওয়ালে জামাতের অনুসারীদের সকাল ৮টায় বাধা দেয় সদর থানা পুলিশ । পরে জুম্মার নামাজ শেষে আবারো শুরু হয় শ্লোগান । শহরে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে আউয়াল পন্থি ও বাহদুর শাহ পন্থিদের চরম দ্বন্ধ শুরু করেছে । শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এমন দ্বন্ধের খবর ছড়িয়ে আহবান করা হয় ইসলামী ডাকে শরীক হতে ।
শুক্রবার ২৬ এপ্রিল সকালে প্রথম দফায় নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান নাসিক নগর ভবন সংলগ্ন মঞ্চ নির্মানে বাধা দেয়ার পর বিক্ষদ্ধ অবস্থায় জুম্মা নামাজ শেষে শহরে মিছিল বের করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী অনুমতিবিহীন কোন সভা সমাবেশ, মিছিল ও উগ্রপন্থি কোন বক্তব্য প্রদানে বাদা দেয় পুলিশ । 
যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহাদুর শাহ পন্থী সমর্থকদের সাথে পুলিশের হট্টোগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এ সময় বাহাদুর শাহ পন্থি সমর্থকরা পুলিশকে বলেন, এই রাস্তায় যখন আউয়ালের মতো লোকেরা লোকজন নিয়া সভা-সমাবেশ করে, মিছিল করে, তখন আপনারা কি করেন ? তখন বাঁধা দেননা কেন ? আর আজকে আমরা সুন্নিরা মিছিল করায় আপনারা আমাদের বাঁধা দিলেন ।
এমন জোড়ালো প্রতিবাদের পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম মৌখিকভাবে আছর নামাজের আগ মূহুর্ত পর্যন্ত সমাবেশ করার অনুমতি প্রদান করে ।
উত্তপ্ত পরিস্থিতির ঘটনার বিষয়ে কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা দেখেছি যে তারা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তাই আমরা এটা শান্ত করার জন্য যেই পদক্ষেপ নেয়া দরকার, তাই নিয়েছি। প্রয়োজনে সামনে আরো নিবো। শহরের কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে বাড়তী পুলিশ মোতায়েন করা হয়েছে । জলকামানও রাখা হয়েছে । শহরকে শান্ত রাখতে আমরা যা যা করার কবো ।









Discussion about this post