নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা হতে গার্মেন্টস কর্মী রুবেল ও রেখা দম্পতির ৮ মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদ অপহরণের ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারী জাকির হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
বুধবার ১২ জানুয়ারী র্যাব-১১ এর একটি টিম ঢাকা জেলার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ওই অপহরণ মামলায় অপহৃতকে উদ্ধারসহ মামলার প্রধান আসামী অপহরণকারী জাকির হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাকির হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বিরুনিয়া কুল্লাব গ্রামের মো: আকবর আলীর পুত্র। সে মাসদাইর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল ও রেখা দম্পতির প্রতিবেশী ভাড়াটিয়া ছিল।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারী নারায়ণগঞ্জের আদমজীনগরস্থ র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে গার্মেন্টস কর্মী রুবেল ও রেখা দম্পতির ৮ মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদ তাদের প্রতিবেশী ভাড়াটিয়া কর্তৃক অপহৃত হয়। উক্ত ঘটনায় ১০ জানুয়ারী ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা (নং ২৬) দায়ের করে। এই ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপহরণকারী জাকির হোসেন (৩৬) ও তার স্ত্রী নাজমা খাতুন (৪০) গত ৪ মাস পূর্বে ভিকটিমের বাসার পাশে নিজেদের আসল পরিচয় গোপন করে “জাহাঙ্গীর ও রোজিনা” ছদ্দনাম ব্যবহার করে একত্রে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তখন থেকেই জাকির ও তার স্ত্রী নাজমা ভিকটিম সহ আসেপাশের শিশুদের অপহণের পরিকল্পনা করে আসছিল। তাই সে ও তার স্ত্রী পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া অন্যান্য প্রতিবেশী পরিবারের সাথে সুসম্পর্ক স্থাপন ও শিশুদের আদরের মাধ্যমে সকলের বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে এবং অপহরণ করার সুযোগের অপেক্ষা করতে থাকে। এই বিশ্বস্থতার সূত্র ধরে গত ৯ জানুয়ারি রাত ৮ টায় গ্রেফতারকৃত জাকির তাদের পাশের রুমের ভাড়াটিয়া ভিকটিমের মা রেখা বেগম (২২) এর কাছ থেকে তার ৮ মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদ’কে কোলে নেয়।
এরপর সুযোগ বুঝে গ্রেফতারকৃত জাকির ও তার স্ত্রী কৌশলে শিশু জুবায়েরকে অপহরণ পূর্বক পালিয়ে যায়। এরপর রাত আনুমানিক সাড়ে ৯টায় অপরহণকারী জাকির মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের নিকট বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন পূর্বক মুক্তিপণ দাবি করে। বারবার গ্রেফতারকৃত জাকিরের চাহিদা অনুযায়ি ভিকটিমের পরিবার মুক্তিপন পরিশোধ করলেও সে নতুন নতুন কৌশলে ভয়ভীতি প্রদর্শন পূর্বক আরো মুক্তিপন দাবি করে। এ সময়ে গ্রেফতারকৃত জাকির শিশু জুবায়েরকে নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সর্বশেষ ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করছিল। সর্বশেষ গত ১২ জানুয়ারি র্যাব সদর দপ্তরের সহায়তায় র্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল ঢাকা জেলার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই অপহরণ মামলার ভিকটিম ৮ মাসের শিশু জুবায়ের আহম্মেদকে উদ্ধারসহ মামলার প্রধান আসামী অপহরণকারী জাকির হোসেন (৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জাকিরের স্ত্রী মামলার অন্যতম আসামী নাজমা খাতুন গ্রেফতার এড়ানোর জন্য দেশের ভিন্ন স্থানে আত্মগোপনে আছে। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১১ সচেষ্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post