দ্বিতীয় দফায় সারাদেশে করোনার প্রদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় সরকারের পক্ষ্যে নানা বিধি নিষেধ আরোপ করলেও শেষ পর্যন্ত রাস্ট্রের সকল আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে জেলা প্রশাসনের সকল আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে সভা সমাবেশ করে সরকারের প্রতি হুংকার দিয়েছে হেফাজত ইসলাসের নেতৃবৃন্দরা ।
শুক্রবার (২ এপ্রিল) পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃংখলা বহিনীর লোকজন উপস্থিত থাকার পরও কোন সরকারী আদেশ না মেনে এমন সমাবেশ করেছে হেফাজত ইসলাম । এ সময় মাওলানা আউয়ালসহ হেফাজতের কোন নেতৃবৃন্দকে সরকারের স্বাস্থবিধি মানতে নূনতম মাক্সও ব্যবহার করতে দেখা যায় নাই ।
করোনাকালীন এই সময়ে সারাদেশের সর্বত্র যেখানে সকল ধরণের সভা সমাবেশ, বিনোদন, পার্ক বন্ধ করে দেয়া হয়েছে সেই ক্ষেত্রে এমন সমাবেশের ঘটনায় নগরজুড়ে সৃস্টি হয়েছে সমালোচনা ।
শহরের বঙ্গবন্ধু সড়কের সমাবেশে হেফাজতের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আউয়াল নিজেই।
মাওলানা আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, হেফাজতের আন্দোলনে যারা মারা গেছে বা আহত হয়েছে। তারা শাহাদাত বরণ করেছেন। তাই সরকারের প্রতি অনুরোধ করবো, আহত ও নিহতদের সরকারের পক্ষ থেকে সর্ব উন্নত ক্ষতিপূরণ দিয়ে দেশের জনগণের অন্তরকে শান্তি করবেন। তাদের শোক সন্তপ্ত পরিবারের উপরে আপনারা নজর দিবেন।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের কেউই কোন জ্বালাও-পোড়াও-ভাঙচুরের সঙ্গে জড়িত নন। প্রয়োজনে আপনারা ভিডিও ফুটেজ দেখে নিন, আকারণে আমাদের ওপর দোষ চাপাবেন না। হেফাজতের কর্মীদের অন্যায় ভাবে আপনারা হয়রানী করবেন না। যদি করেন, আমার আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে না। আগামী দিনে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে যাবো। হেফাজতের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় মোনাজাত থেকে বলা হয়, আল্লাহ প্রশাসনিক ভাইকে হেদায়েত দান করো, তাদের হেফাজত ইসলামের পক্ষে কাজ করার তৈফিক দাও, সাংবাদিক ভাইদের কলমকে হেফাজত ইসলামের পক্ষে লেখার মতো তৈফিক দাও।
নারায়ণগঞ্জ মহনগর হেফাজতে ইসলামের আমির মাওলানা ফেরদাউসুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা সহ-সভাপতি আতিকুর ইসলাম নান্নু মুন্সী, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদসহ আরও অনেকে।









Discussion about this post