আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা যে-ই আইন ভঙ্গ করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ দেখতে চান। যে এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউপি নির্বাচন, ২০২১ উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন। জেলায় ১১ নভেম্বর সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশনার বলেন, ‘নরসিংদীতে নির্বাচনকে ঘিরে চারজনের প্রাণ গেছে। যদি নারায়ণগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমার চেয়ে কঠোর আর কেউ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমি নির্বাচনসংশ্লিষ্ট সবার কাছে এ ওয়াদা চাই।’ তিনি আরও বলেন, অবাধ–সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ছয়টি ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
এমন বৈঠকসহ নির্বাচন ঘিরে নানা দিক তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে একাধিক নিজস্ব বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ।









Discussion about this post