এনএনইউ রিপোর্ট :
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমানের দুই সহযোগি শাহাদাৎ হোসেন রুকু ও মোখলেসুর রহমানের বিরুদ্ধে রিমান্ডে শুনানী শেষে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার (৮ সেপ্টেম্বর) ১১ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর রুকু ও মোখলেসকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। আদালত রোববার রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামীদের কারাগারে পাঠায় ।
নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর আব্দুল হাই সদর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় আসামী রুকু ও মোখলেসের উপস্থিতিতে ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে জানান ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ ভাবে আজমেরী ওসমানের গলাচিপার ফ্ল্যাট বাসায় অভিযান চালায়। তবে, এসময় আজমেরী ওসমান বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মোখলেসুর রহমান ও রুকুকে গ্রেফতার করা হয়। তারা দুজনই আজমেরী ওসমানের লোক বলে জানা গেছে।
এছাড়াও মোখলেসুর রহমান জেলা পরিষদের কর্মচারি ও গলাচিপা ডিএন রোডের বাসিন্দা গোলজার হোসেনের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক হচ্ছেন শহাদাৎ হোসেন রুকু।
আমলাপাড়া এলাকার বাচ্চু মিয়া বাদী হয়ে আজমেরী ওসমানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাচ্চু দাবি করেছেন, বৃহস্পতিবার একটি অপরিচিত নম্বর থেকে বাচ্চুর নম্বরে কল করে আজমেরী ওসমানের পরিচয় দিয়েযয ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপরই এই টাকাটা নিতে আসেন মোখলেস, রুকুসহ আর কয়েকজন। এ সময় তারা টাকা না পেয়ে কালি মন্দিরের কাছ থেকে মাংস পট্টির আফসু মহাজনের হোটেলের সামনে নিয়ে গিয়ে মারধর করেন। এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যায়। এমন ঘটনায় নারায়ণগঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।









Discussion about this post