নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীগণের ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে গ্রেফতারকৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। অচিরেই এমন আবেদন কার্যকর হতে যাচ্ছে ।
ফলে একদিকে জঘন্য এমন অপরাধের জন্য নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিন মামলার আসামী হয়ে কারাগারে যেতে হচ্ছে অপরদিকে দেশের স্বণামধন্য রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ থেকেও বহিষ্কার হচ্ছে।
৫ অক্টোবর সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল স্বাক্ষরিত এক আবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনের বিরুদ্ধে সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষার্থে অনতিবিলম্বে রাইসুল আহমেদ রবিনকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হোক।
৫ অক্টোবর ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেফতার করা হয়েছে।
ওই সময়ে একজন পালিয়ে যায়। তার নাম মিরাজ আহমেদ শুভ। সে রবিনের মালিকানাধীন ‘প্রমিস কম্পিউটার’ দোকানের কর্মচারী। তারা দুইজনে মিলে নারায়ণগঞ্জ আদালতপাড়া নকল ওকালতনামা, হাজিরা ও জামিননামা তৈরি করে বিক্রি করতো। রবিনের কাছ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারীর ভুয়া সীল সাক্ষরযুক্ত ৫০টি ওকালতনামা, কোর্ট ফি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী জানান, ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে একজনকে ধরে পুলিশের সোপর্দ করা হয়েছে। ওই সময়ে আরো একজন পালিয়ে গেছে। তারা নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিজেদের তৈরিকৃত ওকালতনামা, হাজিরা ও জামিননামা বিক্রি করতো।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনার বিষয়ে সার্বিক বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাইসুল আহমেদ রবিনের কাছ থেকে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আজ সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনের জালজালিয়াতি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে ।









Discussion about this post