নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন,আমারতো বিগত ৫০ বছরের বিভিন্ন সেক্টোরের অভিজ্ঞতা আছে । আমি রাস্ট্রিয় পরিবহণকেও পরিচালনা করেছি । আমি ওই প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থানে রেখে এসেছি ।
আামর সাথে বিএনপির ওলামা দলের প্রেসিডেন্ট আমার সাথে আছে, ফতুল্লা থানার সভাপতিও উপস্থিত, মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারীও উপস্থিত রয়েছে । ধানের শীষ আর হাতি মার্কা কতটা জনপ্রিয় এমন প্রম্নে তৈমূর বলেন, সরকার দলীয় প্রার্থী তো নিজের মার্কার উপর ই আস্থা নাই ।
শনিবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ও বন্দর ১নং খেয়াঘাটে সাংবাদিকদের মুখোমখি হয়ে গণসংযোগে একথা বলেন তিনি।
তৈমূর বলেন, পরবর্তী নির্বাচনে আমাকে মানোনয়ন দেয়ার পরেও আমি করিনি। পলিটিক্যাল সাইন্সে একটা কথা আছে যে জনগনের চাহিদা, প্রয়োজন এবং আশা আকাঙ্খার বুঝতে হবে । এগুলোর জন্য আমি মনে করেছি এখন আমার নির্বাচন করা উচিত। কারণ আমি গাছতলা থেকে জনগনের সাথে। আমি রিক্সা ইউনিয়ন ঠেলাগাড়ি ইউনিয়ন করেছি। খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে আমি আমার জীবন কাটিয়েছি। আমি জনগণের পালস বুঝি ।
সাংবাদিকদের প্রশ্নে তৈমূর আরো বলেন, নগরবাসীকে জিজ্ঞেস করেন, সিটি কর্পোরেশন টা কয়েকজন ঠিকাদারের করপোরেট সিন্ডিকেটে পরিণত হয়েছে এই সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি চায়। অপর প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তৈমূর বলেন, যদিন কথা নদীতে ফালাইয়া দেন আমি এখন দলের ক্যান্ডিডেট না ।









Discussion about this post