ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড়ের জেলা কারাগারের বিপরীতে সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতমের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন চাইতে গিয়ে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে ব্যাপক ভাবে চাউর হয়েছে ।
আদালতে সাংবাদিক পিটানোর মামলায় শুনানীকালে আসামী কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও হারুন অর রশিদের জামিন বাতিল করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ প্রদানের পূর্বে সিনিয়র আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা মামলার আবেদন ফেরৎ নিয়ে ( ট্যাগ ব্যাক) করে আসামীদের আদালত থেকে নিয়ে যান । এ সময় এডভোকেট খোকন সাহা আদালতের বিচারক কাউসার আলমকে “আপনে কেমনে নারায়ণগঞ্জে থাকেন” বলে মন্তব্য করেন বলেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে আদালত প্রাঙ্গণে ।
নারায়ণগঞ্জ আদালতের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলেছেন, আদালতে কয়েকজন আইনজীবী সহ সিনিয়র আইনজীবী খোকন সাহা এমন মন্তব্য করেছেন । এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের সকল বিচারক বৃন্দ এমন আচরণ নিয়ে তাৎক্ষনিকভাবে (ঘটনার পর পর) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান পিপিএম কে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ।
এমন ঘটনার বিষয়ে জানতে আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান পিপিএম এর মুঠোফানে যোগাযোগ করলেও ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায় নাই ।
নাম প্রকাশ না করার অনুরোধে নারায়ণগঞ্জ আদালতের দায়িত্বশীল একাধিক ব্যাক্তি নারাযণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ”সাংবাদিক প্রীতম উপরে হামলার মামলায় আদালতে শুনানীকালে এডভোকেট খোকন সাহা বলেন, এই আদালতে অনেক ডাকাতি মামলার আসামীর জামিন হয়েছে । আর এই শিল্পপতি মাত্র ৮ হাজার টাকা চুরি করবে । এই মামলার জামিনের জোড়ালো আবেদন করছি । জামিন না মঞ্জুর করায় আবেদন ট্যাগব্যাক করলে বিচারক কাউসার আলম প্রকাশ্য আদালতে জামিনের বিরোধীতা করেন । এ সময় এডভোকেট খোকন সাহা বলেন, এমন করলে আপনি কোর্ট করতে পারবেন না । আপনি কেমনে নারায়ণগঞ্জে থাকেন আমি দেখে নেবো । এমন ঘটনার পর নারায়ণগঞ্জ আদালতের অনেক বিচারক নিজেদের সাথে আলোচনাকালে মন্তব্য করে বলেছেন, খোকন সাহা বিনয়ের সাথেই তো কোর্ট করেন । এমন ঘটনা তো তার কাছ তেকে কাম্য নয় ।“
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ ও শহরে ব্যাপক সমালোচনার বিষয়ে , নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী খোকন সাহার সাথে যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, আমি শুধু আদালতকে বলেছি, এই আদালতে ডাকাতি মামলাসহ অনেক মামলার জামিন হয় । আর এই মামলা তো সামান্য বিষয় । একজন শিল্পপতি অনেক টাকার মালিক তার জামিন হয় না । ঠিক আছে, আপনি কোর্ট করেন, আমি আপনার কোর্ট করলাম না বলে আমি চলে এসেছি । তাই ট্যাগব্যাগ করেছি । এমন কথা আমি করব কেন। আমি মন্ত্রী এমপি না মেয়র ! যে আমি তাকে থাকতে দেবো না ! এমন কথা আমি বলি নাই বলেও মন্তব্য করেছেন এডভোকেট খোকন সাহা ।
সাংবাদিক প্রীতমের উপর হামলার মামলায় সোমবার ২৯ মার্চ দুপুরে উভয়পক্ষের আইনজীবীদের শুনানী শেষে বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করেন। পরে আসামী পক্ষের আইনজীবী তাদের আত্মসমর্পন টেকব্যাক (উইড্র) করা হয় । এদিকে বাদী পক্ষে শুনানী করেন এড. আনিসুর রহমান দিপু, এড. কাজল । অপরদিকে বিবাদী পক্ষে শুনানী করেন এড. খোকন সাহা, এড. সামসুল ইসলাম ভুইয়া, এড. মহসীন ভুইয়াসহ প্রায় ১০/১২ জন আইনজীবী।









Discussion about this post