মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মাঠা খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাগর (১৮) নামে নারায়ণগঞ্জের এক তরুণের।
শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ির আলদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর নারায়ণগগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার মো. রুবেলের ছেলে। এ ঘটনায় আহত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন অভি (১৬) নামে আরও এক কিশোর। তারা দু’জনে মোটর সাইকেলে আলদি বাজারের মাঠা খেতে গিয়েছিল।
মুন্সিগঞ্জ জেলার হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. নাছিরউদ্দিন শেখ জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে আলদি এলাকায় মাঠা খেতে যাচ্ছিলো অভি ও সাগর। তারা আলদিবাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে মোটর সাইকেলের পিছনের আসনে বসা সাগর ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক অভিও আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধারের পর মুন্সিগঞ্জ সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অভি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই অটোচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।









Discussion about this post