নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এসিল্যান্ডেসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তার স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরীর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো : কল্যান্দী গ্রামের আফছার উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৫) ও ভৈরবদী গ্রামের রাজ্জাকের ছেলে গাফফার( ৩৪)।
গত ১৬ই মার্চ (মঙ্গলবার) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ উজ্জল হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন।
সহকারী কমিশনার ভুমি মোঃ উজ্জল হোসেন জানান, মনির কল্যান্দী বাজারে ওষুধের ব্যবসা করেন। এর অন্তরালে সে আমারসহ বিভিন্ন ইউনিয়ন ভুমি কর্মকর্তা, ইউনিয়ন সচিবদের সাক্ষর জাল করে থাকে।
স্বাক্ষর জাল করে সে নামজারী, মিসকেইস, ব্যাংক থেকে লোন উত্তোলনসহ বিভিন্ন কাজ করে থাকতো । মঙ্গলবার বিকালে তার সহযোগি গাফফার এসিল্যান্ড অফিসে এসে কাগজপত্র যাচাই করতে চাইলে বিষয়টি টের পেয়ে তাদের আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার নিকট থেকে নকল সীল, স্ট্যাম্প ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।









Discussion about this post