আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি :
নারায়নগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার বিকেলে ঝড়ে বাড়ি ঘরের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড় বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ঘরের ক্ষতি সাধিত হয়েছে।
মারুয়াদী গ্রামের আবুল হাসেন জানান, কিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়,ঝড়ে ওই গ্রামের ছানাউল্লাহ,সাত্তার,ওসমানের কাচা ঘর কামালের পাওয়ারলোম ঘর এবং আনারুলের একটি ওয়াল বেঙ্গে যায়।
এছাড়াও ঝড়ে কযেকটি বাড়ির আসবাবপত্র টিনের বেড়া এবং চাল উড়িয়ে নিয়ে যায়। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।









Discussion about this post