আড়াইহাজারে ৩ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ সারোয়ার হোসেন (৩২) নামে এক পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় তার নিকট হতে নগদ ৩ লাখ ২৭হাজার ১০টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় অভিযান চালিয়ে পলিথনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সারোয়ার হোসেন নারান্দী এলাকার মৃত আ. হাসিম এর ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সারোয়ার হোসেন নামে এক পলিথিন ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি। সে ৫ বছর যাবত উপজেলার বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে এ অবৈধ পলিথিন ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post