মোঃ শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কামরানীরচর মৌজায় পতিত দাবিদারহীন জমি বালু ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী একটি মহল ।
জানা যায়, আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মৌজায় আর. এস ৮৩৯ খতিয়ানে দাগ নং আর, এস-৩১৩৪/২৮০৮ মুলে ১৮ সতাংশ জমি দীর্ঘ ৪০/৪৫ বছর যাবত দাবিদারহীন পতিত অবস্থায় পড়ে আছে। উক্ত জমি ভাতা প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা সফিউদ্দিন খান এবং রমিজ উদ্দিন মোল্লা অসহায় ভুমিহীন হিসাবে দাবিদারহীন অর্পিত সম্পত্তি সরকারী বিধি মোতাবেক লিজ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। কিন্তু উপজেলা প্রসাশনের কোন অনুমতি ছাড়াই দাসপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হৃদয় ও তার সহযোগিরা বালু ভরাট করে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
আড়াইহাজার পৌরসভার ভুমি কর্মকর্তা (নায়েব) হুমায়ুর কবির সমস্ত কাগজ পত্র দেখে জানান, ওই ১৮ সতাংশ জায়গার মালিক হলো বিরেন্দ্র কুমার, সোনা মিয়া এবং মোঃ ইদ্রিস গং । তবে তাদের কেউ ওই জমি ভোগ দখলে নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সম্পত্তির কিছু অংশের মালিক বিরেন্দ্র কুমার চক্রবতি ১৯৭৫/৭৬ সালে ভারতে চলে যান। এখানে তাদের কোন অলি-ওয়ারিশ না থাকায় জায়গা পতিত পড়ে রয়েছে । অন্য কাউকেও ওই জমির মালিকানা দাবি করতে দেখা যায় নাই। কিন্তু জায়গা লিজ বা খরিদ না করেই হৃদয় গং উক্ত সম্পত্তিতে বালু ভরাট করে পাকা বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন।
বিজ্ঞমহল মনে করেন,সরকারী বিধি মোতাবেক দাবিদারহীন ওই পতিত জায়গা খাস করে দরিদ্র অসহায় ভুমিহীনদের মাঝে অর্পণ করা হলে জবর দখল বন্ধ হবে।









Discussion about this post