মোঃ শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে পেটের ভিতরে রড ঢুকে সাদেক আলী (৩৮) নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাদেক ময়মনসিংহ গৌরিপুর উপজেলার কাওড়া গ্রামের রাশেদ এর ছেলে। সে স্ত্রী ও দুই শিশু পুত্র নিয়ে উপজেলার গোপালদী মাহাবুরের বাড়িতে ভাড়া থাকেন।
নিহতের স্ত্রী মনোয়ারা জানান, ঘটনার দিন সকালে সে গহরদী গ্রামের আলমের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান। ওই সময় মাচা টানিয়ে বেলকুনির কাজ করার সময় সাদেক হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি রড তার পেটে ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষনে তার মৃত্যু হয়।
নিহতের দুই শিশু পুত্র স্ত্রীর কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস। জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।









Discussion about this post