নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শুক্রবার বিপুল সংখ্যক বিদেশী বিয়ারসহ একটি প্রাইভেটকার খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়ীটি উদ্ধার করতে গিয়ে এর ভেতরে বেশ কিছু কাটুন দেখতে পান। পরে কাটুন খোলে ভেতরে থাকা কয়েক শত পিস বিয়ার তারা যে যার মতো নিয়ে যান। এক পর্যায়ে স্থানীয় এক যুবক পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’-এ ফোন দেয়।
পরে স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কাটুন উদ্ধার করেন। তাতে ২৪ পিস বিয়ার ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় বেশ কিছু খালি কাটুনও উদ্ধার করা হয়। তাতেও বেশ কিছু বিয়ার ছিল। কিন্তু স্থানীয় লোকজন এগুলো নিয়ে গেছেন। ভোর ৬টার দিকে স্থানীয় রামচন্দ্রী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, (ঢাকা মেট্রো- গ-২১-৩১৮৩) নাম্বারের প্রাইভেটকারটি ঢাকা থেকে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপালদী পৌরসভাধীন রামচন্দ্রী মোড়ে পৌঁছলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে স্থানীয় সাফু মেম্বারের বাড়ির পাশে একটি খাদে পড়ে যায়। পরে চালকসহ গাড়ীতে থাকা অন্যরা পালিয়ে যায়। গাড়ীর ভেতরে কাটুনে থাকা বিপুল সংখ্যক বিয়ার লোকজন নিয়ে যায়।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই গৌতম চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কাটুন বিয়ার উদ্ধার করা হয়। তাতে ২৪পিস বিদেশী বিয়ার ছিল। তবে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি খালি কাটুন উদ্ধার করা হয়েছে। তাতেও বিপুল সংখ্যক বিয়ার ছিল বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে গাড়ীতে মাদক ব্যবসায়ীরা ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।









Discussion about this post