শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিনিধি :
নারায়নগঞ্জের আড়াইহাজারে ফাসিঁতে ঝুলন্ত অবস্থায় তানিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিন্দী (পুর্বপাড়া) গ্রামে।
জানা যায় গত ৬ বছর পুর্বে নরিন্দী গ্রামের আঃ আজিজ মোল্লার ছেলে মোঃ করিম মোল্লার সাথে একেই উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও (নয়াপাড়া) গ্রামের ইয়াছিনের মেয়ে তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ২ এবং ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।
সোমাবার তানিয়া তার ৪ বছরের শিশু মোহাম্মদ আলীকে মারধর করলে স্বামী করিম স্ত্রীকে বকা দেয়। রাতে করিম ঔষধ আনতে গেলে স্ত্রী তানিয়া রাগে অভিমান করে রাত ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসি দেয়। মায়ের সাথে ঘরে থাকা ৪ বছরের শিশু মোহাম্মদ আলী তখন ঘরের ভিতর কান্না করতে থাকে।
তার কান্না শুনে স্বজনরা দৌড়ে ঘরের কাছে গেলে শিশুটি ঘরের দরজা খুলে দেয় । পরে তানিয়াকে তারা জড়িয়ে ধরে গলার ফাস খুলে তাকে জিবিত উদ্ধার করে।
তানিয়ার স্বামী মোঃ করিম জানান, তার স্ত্রী বদমেজাজী হঠাৎ করেই সে রেগে যায়। এর আগেও সে কয়েকবার আত্নহত্যার চেষ্টা করে। তিনি মঙ্গলবার স্ত্রীর বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post