আড়াইহাজারে আরজিনা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর তার ব্যবহারের একটি মোবাইল সেট ছিনতাই করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
নিহত আরজিনা রামচন্দ্রী উত্তরপাড়া এলাকার আলতাফ উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে মৃতের বাড়ির পাশে একটি সৌচাগারের ট্যাঙ্কির ওপর পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত আরজিনা স্থানীয় রামচন্দ্রী একটি মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃতের চাচা আলী মোল্লা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে ঘরে বাইরে বের হয়। এ সময় কে বা কারা তাকে পড়নের ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে , তার সঙ্গে থাকা একটি মোবাইল নিয়ে যায়।
তিনি আরও বলেন, আরজিনার ভাই মালয়েশিয়া থেকে মোবাইলে ৩০ হাজার টাকা পাঠিয়েছিল। আমার মনে হচ্ছে, মোবাইলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে তাকে পড়নের ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মোবাইলটি নিয়ে যায়।
আড়াইহাজার থানার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও লাশের সুরতহালকারী কর্মকর্তা মোক্তার মোবাইলে বলেন, মৃতের গলায় ওড়না পেঁচানো ছিল। মনে হচ্ছে, তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।









Discussion about this post