আড়াইহাজারে সুমন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় পাওয়ারলুম শ্রমিক ছিলেন। তিনি স্থানীয় ডৌকাদী এলাকার হাফিজউদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মৃতের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করা করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সঠিকভাবে জানা যায়নি।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে তিনি সুমনের শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করেন। কিভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।
লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।









Discussion about this post