নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ড্রাম ট্রাক ও শ্রমিকবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নারী শ্রমিক নিহত হয়েছে,আহত হয়েছে অন্তত ৩০জন।
প্রত্যক্ষদর্শী ও আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১১ জানুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার ছোট বিনারচর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে।
এ সময় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নিয়ে ভাই ভাই স্পিনিং মিলের একটি লেগুনা গোপীন্দী এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিডিএল কোম্পানীর ব্যবহৃত একটি বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে লেগুনা ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঐ সময় পিছনে থাকা পিডিএল কোম্পানীর অপর আরো একটি বালুবাহী ড্রাম ট্রাক এসে এ দুটি যানকে ধাক্কা দেয়। এতে লেগুনার ২ নারী শ্রমিক নাহিদা (৩৭) ও হাজেরা (৩০) নিহত হয়।
মারাত্মকভাবে আহত হয় লেগুনার চালকসহ অন্তত ৩০ শ্রমিক। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর উত্তেজিত জনতা পিডিএল কোম্পানীর ড্রাম ট্রাক দুটি ভাংচুড় চালায় ও ভুলতা -আড়াইহাজার সড়ক বন্ধ করে দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও সড়কে যান চলাচলের ব্যবস্থা করেন।
আহতরা হল- হেনা আক্তার (২৫), ঈশিতা(১৭), মারুফ (২২), আরিফ (১৬), ইয়ামিন (১৫), সাজিদ (১৪), সাজ্জাদ(১৪), সুরভী (১৬),রিফাত (২০)।
বাকীদের ঢাকা পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার খালেদা নাজনীন জানান, মূমূর্ষ অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। আহত শ্রমিক ইয়ামিন জানান,তাদের বহন করা লেগুনাটিতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অন্তত ৩০জন শ্রমিক ছিল। তাদের মধ্যে বেশীর ভাগ শ্রমিকই নারী ছি।
নিহত নাহিদা খাসেরকান্দী এলাকার দেলোয়ার এর স্ত্রী ও হাজেরা একই এলাকার রতন মিয়ার স্ত্রী। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









Discussion about this post