মোঃ শাহজাহান কবির,
আড়াইহাজার প্রতিনিধি :
নারায়নগঞ্জের আড়াইহাজারে হোন্ডার ধাক্কায় রহিছা বেগম নামের (৬৫ ) এক মহিলা নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে হন্ডা চাপায় আহত রহিছা শনিবার দুপুরে মারা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শক্রবার বিকেলে নিহত রহিছা বাড়ির সামনে রাস্তা পার হতে ছিল। এই সময় কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপনের বোন জামাই ইমান আলী (৩৩) বে-পরোয়া গতিতে হুন্ডা চালিয়ে মধ্যারচর হতে খালিয়ারচর যাওয়ার সময় ওই মহিলাকে হুন্ডা চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে সে মারা যায়।
কালাপাহাড়িয়া ফাড়িঁ ইনচার্জ তবিদুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।









Discussion about this post