শব ই বরাতের ইবাদতের রাতে নারায়ণগঞ্জ শহরের ডি আইটি মসজিদের মিম্বরে বসে হেফাজতে ইসলাম থেকে মাওলানা আব্দুল আউয়ালের ইস্তেফা ঘোষণার পর এমন ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে হেফাজত ইসলামের অভ্যন্তরে । এমন তোলপাড়ের ঘটনা মীমাংসা করতে এবার ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদে এসে সমাঝোতার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসেছে মাওলানা আব্দুল আউয়ালের সাথে ।
জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার পর বুধবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে এ দু’ নেতার আগমনকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে নগরজুড়ে
এমন আগমন ও রুদ্ধদ্বার বৈঠকের ঘটনায় ডিআইটি মাসজিদের বাইরে অবস্থান করা কয়েকজন হেফাজতে ইসলামের নেতা বলছেন, হরতাল পালনের পর দিন ২৯ মার্চ ইস্তেফা ঘোষণা দেওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আব্দুল আউয়ালকে দলে ফেরাতে তাদের এই আগমন, একই সাথে শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করে মীমাংসার বার্তা দিতে এই আয়োজন চলছে ।
শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে গণমাধ্যম কর্মীরা জানান, দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে হেফাজতের নেতাকর্মীরা ডিআইটি মসজিদের সামনে অবস্থান করেছেন। বেলা ৩টার দিকে একটি সাদা গাড়িতে করে এসে হাজির হন ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। বর্তমানে তারা মসজিদের বেতরে অবস্থান করছেন। দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মসজিদের বেতরে কি হলো যানা যায়নি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে হতাহতের ঘটনায় গত ২৮ মার্চ হরতাল ডাকে হেফাজতে ইসলাম।
সেই হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে ব্যাপক হামলা, ১৭ পরিবহনে আগুন, শতাধিক পরিবহনে ভাংচুর ও আইন শৃঙ্খলাবাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ হেফাজত সমর্থকদের ছত্রভঙ্গ করতে দেড় টিয়ারশেল এবং ৪ হাজার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ২জন গুলিবিদ্ধসহ অর্ধশত মানুষ আহত হন।
একই সাথে হরতাল চলাকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও কলেমা পরিয়ে মুসলিম নিশ্চিত করার ঘটনা ঘটে । যা নিয়ে তোলপাড় চলছে সারাদেশে ।
এমন বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে এবং অসংখ্য মামলা থেকে হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্যরা রক্ষা পেতে হেফাজতের নেতৃত্ব থেকে ইস্তফা দেন মাওঃ আউয়াল ।









Discussion about this post