বন্দরে বেপরোয়া গতিতে উল্টোপথে আসা এক ইজিবাইকের চাপায় আলভী (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল মোহাইমিন আনাস আলভী বেপারীপাড়া এলাকার হাসান আলীর ছেলে। সে দড়ি সোনাকান্দা এলাকার আবু হুরাইরা ইসলামী কিন্ডার গার্ডেন মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র।
আটককৃত ইজিবাইক চালক জাহাঙ্গীর (২৮) দড়ি সোনাকান্দা এলাকার আলী আহম্মদের ছেলে। ঘটনার পর থেকে বন্দর ঘাট থেকে দড়ি সোনাকান্দা এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল জানান, আলভী মাদ্রাসা যাবার জন্য ঠিক পথে আসা একটি সিএনজির দিকে তাকিয়ে ধীরে সুস্থে পাড় হচ্ছি। একই সময় লেন অমান্য করে উল্টো পথে আসা একটি ইজিবাইক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মাথায় আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পরে আলভী। পরে তাকে স্থানীয়রা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আলভীর নানা লিয়াকত আলী বলেন, আলভী ওর বাবা মায়ের একমাত্র ও বড় ছেলে। তার একটি ছোট বোন আছে। মাত্র স্কুলে ভর্তি হয়েছিলো। কিন্তু বেপরোয়া গতিতে উল্টো পথে আসা ইজিবাইক বাচ্চাটাকে শেষ করে দিলো। ১০০ ফুট সড়কে দুইটি লেন থাকা স্বত্বেও উল্টো পথে চলাচল করা ইজিবাইক চালকদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে ইজিবাইকগুলো।
ঘটনাস্থলে আসা বন্দর থানার উপ পরিদর্শক আবুল হাসান বলেন, ঘাতক ইজিবাইক চালক জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ইজিবাইকটি। এ ঘটনায় পরিবার মামলা দায়ের করবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্ধ আছে। শিশুটির পরিবার চাচ্ছেনা ময়নাতদন্ত হোক। আমার এই বিষয়ে সময় নিচ্ছি। মামলা দায়েরের বিষয়টি পরে সিদ্ধান্ত নেয়া হবে।









Discussion about this post