এনএনইউ রিপোর্ট :
সদর উপজেলার সৈয়দপুরে নিজে সন্তানের দোলনার রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন হাসান ফকির (৪০) নামে ব্যবসায়ী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাসান ফকির সৈয়দপুর এলাকার মৃত.মনছুর ফকিরের ছেলে।
পরিবারের দাবি ঋণের কারণে হতাশা হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসীর দাবী ভিন্ন ।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক সিরাজ জানান, স্থানীয়দের মধ্যমে খবর পেয়ে নিহত হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের হাতে কাটা চিহ্ন রয়েছে। ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
( প্রতীকি ছবি )









Discussion about this post