করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণাকালে শেখ হাসিনা এই সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গতকাল পর্যন্ত ৭০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের বয়স ৭০ এর বেশি। আগে থেকেই তারা নানা রোগে ভুগছিলেন। তারপরও একটি মৃত্যুও আমাদের কাম্য নয়









Discussion about this post