নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
রমজান মাস শুরুর প্রায় এক মাস আগে থেকে সারাদেশে কলার তেমন কোন আমদানী ছিলো না কোথাও। কলা বিক্রেতাদের সকলেই তখন বলতেন সামনে রমজান মাস তাই কল পরিপক্ক করার পাশাপাশি বাড়তী দামের আশায় কলা চাষীরা হিসেব করেই কলার চাষাবাদ করছেন । তাই কলা পাওয়া যাবে রমজান মাসে । এর আগে কলার আমদানী তেমন হবে না ।
রমজান শুরু হলো এরপর থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে, জাহাজে করে বিশাল কাচা কলার আমদানী প্রতিদিনই হচ্ছে নারায়ণগঞ্জের ফলের আড়ৎ হিসেবে পরিচিত কালীরবাজার চারার গোপ এলাকায় । মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি করে এই চারার গোপের আড়তে কাঁচা কলার বিশাল চালান আসতে না আসতেই তা পাকা কলাতে রূপান্তর হচ্ছে তা জানতে প্রতিদিনই নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর প্রতিনিধি ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে নিয়ে আসার পর ড্রাইভার ও হেলপারদের সাথে আলোচনা করে জানা গেছে ভিন্ন কথা । কোন চাষী এখন আর গাছে থাকতে কলায় কোন ক্যামিকেল দেন না । কারণ পথিমধ্যে কোন মোবাইল কোর্ট আটক করলে তার দ্বায়ভার নিতে হবে কলাচাষীদের । এ কারণে এখন আড়তে কাচা কলা নিয়ে আনার পর ক্যামিকেল ও আগুনের তাপ দিয়ে তা এক ঘন্টার মধ্যেই পাকানো হয় এই কলা ।
নাম প্রকাশ না করা অনুরোধে কয়েকজন কর্মচারীরা একই মন্তব্য করেছেন কলা পাকানোর বিষয়ে ।
এ বিষয়ে ব্যাপক অনুসন্ধানে জানা গেছে একটি শক্তিশালী সিন্ডিকেট নানাভাবে প্রশাসনের বিভিন্ন সেক্টরে নিয়মিত মাসােয়ারা প্রদান করাসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চারার গোপ আড়ৎ গুলোতে নানা ধরণের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে । কোন ভাবেই এদের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পাচ্ছে না শহরবাসী । রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের কারণে অসহায় হয়ে পরেছে ধর্মপ্রাণ মুসলমান রোজদারগণ ।
অপরিচিত কাউকে দেখলেই কলার আড়ৎদারদের কেউ কলার গোড়াউনের সামনে যেতে বাধা দিচ্ছে প্রতিনিয়তঃ । মিশানো হচ্ছে বিষাক্ত ক্যামিকেল ও আগুনের তাপ দিয়ে কৃত্তিম উপায়ে মাত্র এক ঘন্টার মধ্যেই পাকানো হচ্ছে কাচা কলা ।
রমজানে ইফতার ও সেহেরীর সময় রোজদারের প্রিয় এবং প্রধান খাবার “কলা” পাকানোর কৃত্তিম ও বিষাক্ত উপায় নিয়ে আসছে বিশেষ প্রতিবেদন । চোখ রাখুন নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর অনলাইন নিউজ পোর্টালে ।









Discussion about this post