ষ্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আনিছুর রহমান মহোদয় ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল আতিক বিন কাদের আগমন উপলক্ষে গত রোববার ও সোমবার সকাল পর্যন্ত জেলা কারাগার কর্তৃপক্ষ কারাগারের চিত্র সম্পূর্ণ পাল্টে ফেললেও একদিনের ব্যবধানে মঙ্গলবার সকাল থেকে আবার পুরানো চিত্র দেখে হতবাক হয়েছেন ভূক্তভোগি অনেকেই।
জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোমবার দুপুরে কারাগার পরিদর্শন শেষে ফিরে আসার পর আবার
বন্দি আসামী ও কয়েদীদের স্বজনদের কে জিম্মি করে একই কায়দায় সকল ধরণের দূর্ণীতির আখড়ায় পরিণত হয়ে উঠে নারায়ণগঞ্জ জেলা কারাগার।

আদালতে হাজিরা দিতে আসা কয়েকজন আসামী ক্ষোভ প্রকাশ করে বলেন, কারাগারে এক কেজি গরুর মাংশ (রান্ন করা) কারাগারে কিনে খেতে ইচ্ছে করলে আসামীর স্বজনদের ব্যয় করতে হয় ১৭/১৮ শত টাকা । এই হলো কারাগারের চিত্র। জজ সাহেব আর চিীফ সাহেব কারাগারে সোমবার আসার আগে সকল বন্দিদের নানাভাবে কঠোর আদেশ দেয়া হয় । কেউ কোন কথা কইলেই তার অবস্থা বেহাল করে দেয়া হবে বলেও হুসিয়ারী দেয়া হেয় রোববার বিকেলেই ।
সোমবার সকালে কারাগার পরিদর্শন করতে যাওয়ার আগে কারাগারের ভিতরে পরিস্কার পরিচ্ছন্নতা করতে আসামীদের দিয়ে কাজ করানো হয় । কোন দর্শনার্থীদের কাছ থেকে কোন টাকা না নেয়ার আদেশ দেয়া হলেও দুপুরের পর থেকে এমন স্বচ্ছতার চিত্র পুরোপুরি পাল্টে যায়।

মঙ্গলবার দুপুর ১ টায় কারাগারে বন্দি আসামীদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানায়, সকাল ৯ টা থেকে ভিআইপি সাক্ষাৎ করতে একেক জন আাসমীর স্জনদের কাছ থেকে ১৫ শত টাকা করে হাতিয়ে নিচ্ছে ।আর ভিতরে আরো ২/৩শত টাকা দিতে হচ্ছে । এই হলো চিত্র । আর আসামীদের খাবারর মান কতটা ভয়াবহ তা না দেখলে ধারণাই করা যাবে না কি হচ্ছে কারাগারে ।









Discussion about this post