ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারণায় মহানগর যুবদলের কোনো নেতাকর্মী অংশ নিতে পারবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল ।
যদি কেউ এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৈমুর আলম খন্দকারের পক্ষে নির্বানী প্রচারণা চালায় তবে তার/তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য ঘোষিত সুপারফাইভ কমিটির সাথে এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দীন মন্তু।
যুবদল আহবায়ক মন্তু বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভের সাথে জরুরি বৈঠক করেন। সে বৈঠকে নির্দেশনা দেওয়া হয় মহানগর যুবদলের কেউ যাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সেইসাথে কেউ যদি এই নির্দেশনা অমান্য করে তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।









Discussion about this post