আধিপত্য বিস্তার ও মাদক বিরোধের জের ধরে ফতুল্লার চাষাড়া রেল স্টেশন এলাকায় কুপিয়ে একজনকে খুনসহ কয়েকজন কে গুরুতর আহত করার ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে এবার ইজিবাইক চালককে জবাই করে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাজা (৫৫) নামে এক চালককে জবাই করে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে সড়কে এঘটনা ঘটে।
নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকায় কাজি বাড়ির গলিতে আবুল হাজীর বাড়িতে ভাড়ায় বসবাস করে স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে সে স্বামীর সংসারে থাকেন এবং ৮ বছর বয়সী শিশু পুত্র নিয়ে ভাড়াবাসায় থাকেন।
কিছুদিন পূর্বে তার স্ত্রী মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এজন্য রাজা মিয়া দিনের বেলায় শিশু পুত্রকে দেখা শোনা করতেন আর রাতে পুত্রকে ঘুম পাড়িয়ে বাসায় রেখে ইজিবাইক চালাতেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, ধারনা করা হচ্ছে ভোর ৪ টার দিকে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেস্টা করে। এসময় হয়তো চালক রাজা মিয়া তাদের বাধা দেয়। ওই সময় রাজা মিয়ার গলায় ছুরিকাঘাত করে। একই সময় শরীরের আরো কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়। এরপর রাজা মিয়ার ইজিবাইকটি ছিনিয়ে নেয়া হয়। হত্যাকারীদের সন্ধানে অভিযান চলছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।









Discussion about this post