নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
কয়েকঘন্টা ব্যবধানে শহরের ৩শ শয্যা হাসপাতাল থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । এ রিপোর্ট লেখাকালীন সময়ে তোফাজ্জাল হোসেনের মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারছে না ।
বৃহস্পতিবার দুপুর ১ টায় শহরের বালুর মাঠ এলাকায় পোলার আইসক্রিমের গোডাউনে রহস্যজনক কারণে তোফাজ্জাল হোসেনের মৃত্যু হলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক অমিত রায় মৃত ঘোষনা করেন ।
তবে হাসপাতালে উপস্থিত অনেকেই বলেন, মৃত তোফাজ্জলের বাবার নাম মৃত মোসলেম উদ্দিন । তার বাসা শহরের খানপুর রেল লাইন এলাকায় । নিহত তোফাজ্জল নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ী কাশেম জামালের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে চাকরী করে আসছিলো । কাজে থাকাবস্থায় খুন হয় তোফাজ্জল হোসেন । এমন খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরজুড়ে ।
জরুরী বিভাগের চিকিৎসক অমিত রায় আরো জানায়, নিহতের বুকে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে । ময়না তদন্ত ছাড়া হত্যাকান্ডের মূল কারণ নির্ণয় করা সম্ভব না ।









Discussion about this post