নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবার শহরের সলিমুল্লাহ সড়কে এসএ পরিবহনের ম্যানেজার আব্দুল মোতালেব শুক্রবার সকাল থেকেই উচ্ছেদ করা স্থানে নতুন করে বাউন্ডারি নির্মাণ কাজ শুরু করেছে ।
বিগত দিনেও এমন উচ্ছেদ, ফের বাউন্ডারি এবং পূর্ব থেকেই নানা ছল ছাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে শহরের প্রভাবশালী চক্র ও বিপরীত মেরুর রাজনীতিবিদদের অনেককেই যুক্ত করে ভাগবাটোয়ারার মাধ্যমে এসএ পরিবহনের কাছে বিক্রি করা হয় সরকারী এই মূল্যবান সম্পত্তি ।
মহাধুর্ত জনৈক তইফুর রহমান কয়েক বছর যাবত সরকারী এই সম্পত্তি টি নিজের নামে ভুয়া দলিল, নামজারী ও আনুষাঙ্গিক সকল কাগজপত্র তৈরি করে নানাভাবে বিক্রির পায়তারা চালিয়ে যাচ্ছিলো । কয়েকদফা দখল আর উচ্ছেদের পরও মহাধুর্ত ভুমিদস্যু তইফুর রহমান আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে ম্যানেজের পাশাপাশি বিএনপি সমর্থিত কয়েকজন প্রভাবশালী কাউন্সিলর ও বিএনপি নেতাদের ছত্রছায়ায় এসএ পরিবহনের কাছে সরকারি এই জমিটি বিক্রি করে ভুয়া কাগজপত্রের ক্ষমতাবলে। এমন বিক্রির ঘটনায় সরকারি দপ্তরের অসাধু একটি চক্র জড়িত রয়েছে বলে চাউর রয়েছে ।
নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মহাধুর্ত এই ত্তাইফুর রহমান নারায়ণগঞ্জ শহরের মূল্যবান সরকারী এই জমিটির কাগজপত্র তৈরি করে বিক্রি করার পর জমিটি বিক্রি করতে নানাভাবে প্রতারণার আশ্রয় নেয়। আর তৎসময়ে শহরের বংগবন্ধু সড়কের আমান ভাবন ভেংগে ফেলায় শহরে ঠিকানাবিহীন হয়ে পরে এসএ পরিবহন ।
এসএ পরিবহনের কোন ঠিকানা না থাকার সুযোগ নিয়ে ৯ কোটি টাকায় সরকারি এই জমিটি বিক্রি করতে সার্বিক সহযোগিতা করে শাসক দল ও বিএনপির কয়েকজন নেতা। এরপর ভাগবাটোয়ারা হয়েছে সকলের মাঝেই ।
এমন ঘটনায় সিটি কর্পোরেশনের মামলার পর বৃহস্পতিবার ৫ নভেম্বর উচ্ছেদ হলেও ফের কয়েক ঘন্টার ব্যবধানে শুক্রবার সকাল থেকেই ফের বাউন্ডারি দেয়ার কাজ শুরু করে এসএ পরিবহন । এমন বাউন্ডারির কাজ করার বিষয়ে এসএ পরিবহনের ম্যানেজার আব্দুল মোতালেব নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, মেয়র আইভী ই আবার এই দেয়াল নির্মানের নির্দেশ দিয়েছেন ।
আব্দুল মোতালেবের এমন বক্তব্য শুনে অনেকেই টিপ্পনী কেটে বলেন, “আমাদের শহরবাসীর আর কত তামাশা যে দেখতে হিবে তা আল্লাহ ই জানেন । এই জমিটি নিয়ে আওয়ামী লীগ – বিএনপি নেতা আর টাউটদের তামাশা চলছে, চলবেই ! কে এই মহাধুর্ত প্রতারক তইফুর ? তার পৈত্রিক বাড়ি সোনারগাঁও উপজেলায় হলেও বন্দরে এসে বসতি গড়ে তুললেও নগরী বাবুরাইল এলাকায় বিয়ে করে এখনেই বসবাস করছে । দীর্ঘ পুলিশী ঝামেলা পোগালেও এই তইফুরকে বর্তমানে সার্বিকভাবে সহযোগিতা করছেন মেয়র আইভীর আস্থাভাজন এক প্রভাবশালী নেতা । যার কারণে উচ্ছেদের মাত্র কয়েকঘন্টার মধ্যেই পূনরায় প্রাচীর নির্মাণের তামাশা দেখতে হচ্ছে নগরবাসীর ।
এসএ পরিবহনের দাবি করা ক্রয়কৃত সম্পত্তির উপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ :
সিটি করপোরেশনের জায়গায় অবৈধভাবে দখলে থাকা একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি নিজস্ব মালিকানা দাবি করায় পূর্ণাঙ্গ ভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি।
৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সলিমুল্লা সড়কের মেডিস্টার হাসপাতালের পাশে ‘এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস’ নামে প্রতিষ্ঠানের গেট ও দেওয়াল ভেঙে দেয় সিটি করপোরেশনের কর্মীরা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবী, সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ বিপুল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীরা হঠাৎ করে এসে এসএস পরিবহনের প্রধান ফটক ভাঙতে শুরু করে। একই সঙ্গে রাস্তার পাশে থাকা দেয়ালও ভেঙে ফেলে। এসময় পরিবহনের লোকজন এসে তাতে বাধা দেয়। পরে সিটি করপোরেশনের কর্মীরা জানান জায়গাটা সিটি করপোরেশন। দীর্ঘদিন মামলা চলতে থাকায় গতকাল আদালত থেকে সিটি করপোরেশনের পক্ষে রায় এসেছে। যার জন্য জায়গা দখলে নির্তে সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে।’
এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আব্দুল মোতালেব বলেন, ‘১১টার দিকে হঠাৎ করে এসে সিটি করপোরেশনের কর্মীরা ভাঙচুর শুরু করে। তারা জানায় সিটি করপোরেশনের পক্ষে হাইকোর্ট থেকে রায় দিয়েছে। যার জন্য তারা এ উচ্ছেদ শুরু করেছে। কিন্তু এ বিষয়ে আমাদের কোন চিঠি নোটিশ কোন কিছুই জানায়নি। এমনকি আমাদের মালামাল সরিয়ে নিতে সময়ও দেয়নি। পরে বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করেছি। তখন তারা আমাদের মালামাল সরিয়ে নিতে ২ ঘণ্টা সময় দিয়েছে।’
তিনি বলেন, ‘তাইফুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে আমাদের এসএ পরিবহনের মালিক জায়গা ক্রয় করেছেন। এখানে প্রায় ১৮ শতাংশ জায়গা আছে। আর গত এক বছর ধরে আমরা এখানে অফিস করে আমাদের কুরিয়ার সার্ভিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু এসব কোন কাগজ তারা দেখতে রাজি না। এমনকি তাদের পক্ষে যে হাইকোর্ট রায় দিয়েছে সেটাও দেখাতে রাজি না। আমাদের এসএ পরিবহনের মালিক আসছেন এ বিষয়ে মিমাংসা করার জন্য।’









Discussion about this post