বারবার চুরি, ছিনতাই, মারামারি, ডাকাতি ও বিশাল বিশাল মাদকের চালানসহ গ্রেফতার হলেও শেষ পর্যন্ত হাজতে আটক করতে পারে নাই পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোকতার হোসেনের ভাই আকতার হোসেনকে ।
এবার সামান্য মারামারির মামলায় ফতুল্লা থানায় গ্রেফতার হয়েছে সেই কুখ্যাত অপরাধী ফতুল্লার দূর্ধর্ষ অপরাধী আকতার হোসেনকে ।
১২ আগষ্ট বৃহস্পতিবার এসপি মোকতার বিরুদ্ধে একজন নারী পুলিশ পরিদর্শক ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করলে তোলপাড়ের সৃষ্টি হয় সর্বত্র । নারায়ণগঞ্জের ফতুল্লায়ও ব্যাপক সমালোচনার ঝড় উঠে । ফতুল্লা এলাকার অনেকেই তীর্য়ক ভাষায় মন্তব্যও করেছেন ।
এমন ধর্ষন মামলার আসামী হওয়ার কারণে এসপি মোকতার হোসেন এবার আর তার ভাই নানা অপরাধের মূল হোতা আকতারের পক্ষে কোন তদ্বির করতে না পারায় গ্রেফতার হয়েছে ফতুল্রা থানায়।
দূর্ধর্ষ অপরাধী আকতার হোসেনকে বুধবার ২৫ আগস্ট রাতে গ্রেফতার করা হয়েছে বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ।









Discussion about this post