চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এমন সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জের সকল মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহের কর্মকর্তারা প্রতিটি মার্কেটে সকল দোকান বন্ধ রাখার ঘোষনা দিয়ে যাচ্ছে ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে।
প্রাণঘাতি এই ভাইরাসের কারণে নারায়ণগঞ্জ স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহরের কালীরবাজারের প্রায় ৮ হাজার শ্রমিককে সতর্ক করে মঙ্গলবার ২৪ মার্চ দুপুর থেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক মুকুল মজুমদার, সহ-সাধারণ সম্পাদক রতন ঘোষসহ অন্যান্য কর্মকর্তাগণমাইকিং করে সকল কর্মচারী ও স্বর্ণ ব্যবসাযীদের অবহিত করেন ।
এ বিষয়ে দেশবাসী ও সকলের নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি অরূন কুমার দত্ত ও সহ- সভাপতি বাসুদেব কর্মকার যৌথ বিবৃতিতে বলেন সারাবিশ্বের সাথে আমরাও চরম আতংকের মধ্যে রয়েছি । সরকাররের ঘোষনা মতে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের নিরাপত্তা সমুন্বত রাখা জরুরী । তাই আগামী ২৫-৩১শে মার্চ সকল প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাইকিং করা হচ্ছে । আামদের স্বর্ণ শিল্পী শ্রমিক ও জুয়েরারী মালিক ভাইদেরকেেএ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ।
কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।
এদিকে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ, কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ঢাকা মহানগরের সব শপিং মল, বিপণী বিতান ও দোকান আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত রাখার কথা বলা হয়েছে।









Discussion about this post